|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৩
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংহতি সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলর আগরপুর - পোড়াদিয়া হাইওয়ে সড়কের ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ রাস্তা সংলগ্ন ময়দানে ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ইসলাম প্রিয় তাওহীদি জনতার ব্যানারে এ সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ইসলাম প্রিয় তাওহীদি জনতা ও ইমাম-ওলামাদের নিয়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
সংহতি সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে দাবি জানান, সংসদে নিন্দা প্রস্তাব এনে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়, ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করার অনুরোধ করা হয়, সাংবাদিকদের মাধ্যমে মুসলিম বিশ্ব নেতাদের কাছে দাবী জানানো হয় তারা যেনো ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইলকে ধ্বংস করে দেয়। বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থান নিলে ইসরাইল টিকে থাকতে পারবে না বলেও দাবি জানান তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.