|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৩
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ফরিদপুরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় এই টুর্নামেন্টে মোট নয়টি উপজেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে অংশগ্রহণ করে চরভদ্রাসন ও সদরপুর উপজেলা দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শামীম হক জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং এখান থেকে ভালো ফুটবল খেলোয়ার বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় সদরপুর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে চরভদ্রাসন উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন রিমি আক্তার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.