|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৩
আজ পাঁচবিবি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে
বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়। সারা দেশে শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার সময় বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এমদাদুল হকের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসুচী শুরু হয়, সর্বশেষে দোয়া করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.