|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
কনের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বিয়ে করলেন নরসিংদীর বর মাসুম
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৩
হেলিকপ্টারে চড়ে চাঁদপুরের কচুয়া উপজেলায় এলেন নরসিংদীর বর কচুয়ার জামাই মাসুম। কনের ইচ্ছা পূরণ ও সখের বশতি হয়ে মালদ্বীপ প্রবাসী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের ছেলে ব্যবসায়ী মাসুম মৃধা ঘণ্টায় ৭২ হাজার টাকা ব্যয়ে হেলিকপ্টারে চড়ে কচুয়ায় আসেন। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল বুধবার। বুধবার (১৮অক্টোবর) বেলা ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মাসুম মৃধা তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশের একটি খালি মাঠে অবতরণ করেন । অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন কনের বাড়িতে। হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে কনের পক্ষ এলাকার লোকজন নিয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবাগত জামাইকে।
এ ব্যাপারে বর মাসুম মৃধা বলেন, আমার এবং আমার হবু স্ত্রীর ইচ্ছে ছিলো হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। তাই বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমাদের খুব আনন্দ লাগছে।
মেয়ের বাবা তাজুল ইসলাম জানান, আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে। নোয়াগাঁও গ্রামের মধ্যে এই প্রথম আমাদের মেয়ে সুমাইয়াকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।
এসময় কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, ফরিদ মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.