|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে” ডাসকো ফাউন্ডেশনের “ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত।।
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৩
জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে সিএসও এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ-২০২৩ আজ মঙ্গলবার বেলা ১২ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, ফলাফল এবং কর্মশালার ধারণাপত্র উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন,ডাসকো ফাউন্ডেশন জয়পুরহাটের এরিয়া কো-অর্ডিনেটর ভানু রানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,ফিল্ড ফ্যাসিলেটর পলাশ চন্দ্র, রবিউল ইসলাম ও রোকসানা খাতুন। এ সংলাপে সি,এস,ও সদস্যসহ প্রায় ৩২ জন সরকারি কর্মকর্তা ও স্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং তারা উন্মুক্ত আলোচনা করেন। এবারে বাল্যবিবাহ, নারী নির্যাতন,মাদকদ্রব্যের সহজলভ্যতা,মামলা মোকদ্দমা, মাতৃত্বকালীন ভাতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার ইস্যুর ভিত্তিতে সমস্যাগুলি সমাধানের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে ডাসকো ফাউন্ডেশন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.