|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানায় সদ্য নির্মানাধীন যমুনা সেতুটি নিয়ে এলাকাবাসীর সপ্নভঙ্গের সম্ভাবনা।।
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩
নির্মানাধীন বাগজানা যমুনা সেতুটি দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সপ্ন! আসছে ২৮ অক্টোবর উদ্বোধনের সম্ভাব্য তারিখ, এখনো সংযোগ রাস্তার কাজ সম্পর্ন হয়নি, আবার রাস্তা ও গাইট বাঁধ নির্মানে দুই পার্শ্বে বড় গর্ত, নতুন করে বালুভরাট, ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকছেই,স্লাব দেয়া না হলে ঝুঁকি পুর্ন হবে। হয়ত বেশিদিন টেকসই হবেনা,। অনেকের ধারনা।শোনা যাচ্ছে সেতুতে লাইট পোষ্টের ব্যাবস্থা থাকছেনা। তাই সব মহলেই আলোচনার ঝড়। সেতুটির দুই পাশেই নেই লোকালয়! তাই অন্ধকার হলেই চুরি,ছিনতাই,রাহাজানি,ডাকাতি হবার সম্ভাবনা উরিয়ে দেয়া যায়না। রাতে চলাচল ভয়ংকর হতে পারে! তাই এলাকার স্বচেতন মহলের আবেদন, উন্নয়নের বরপুত্র এমপি সাহেব সমস্যাটি উপলব্ধি করে সোলার বা বিদ্যুতের ব্যাবস্থা করতেন, সমস্যা দুরিভূত হইত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.