|| ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ” ঘোড়া দিয়ে ” জমি চাষ এ যেন নতুন মাত্রা।।
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩
আজ ১৬ অক্টোবর পাঁচবিবির অদুরে বাগজানার চম্পাতলি এলাকায় এক কৃষককে ঘোড়া দিয়ে জমি চাষ করতে দেখা গেছে।
জানা যায় চম্পাতলি গ্রামের এনামুল হক তার পালিত দুটি ঘোড়ার খাবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে।সাংসারিক অভাব অনটন ত পশুপ্রানী বুঝবেনা,তাই বহু চিন্তা ভাবনা করে জমি চাষ করার সিদ্ধান্ত নিয়ে অন্যের জমি বিঘাপ্রতি ৫০০/- টাকায় হারে চাষ শুরু করেছেন।এতে ঘোড়ার খাদ্য ক্রয় আবার নিজ সংসারের খরচ গরবীহালে হলেও এক রকম চলছে। এমন ঘটনা এলাকায় নতুন, তাই তা দেখতে এলাকা বাসী ভীর করছে। অনেকেই এই এনামুল হককে লক্ষ করে বিভিন্ন পেশায় নিজের কর্মসংস্থান সৃষ্টির কথা ভাববে বলে বিশ্বাষ।কিছুটা হলেও এলাকায় চাঞ্চলের সৃ্ষ্টি করেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.