|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
নওগাঁ গৃহবধূর মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ৪ মাসের অন্তঃসত্ত্বা সাবিনা খাতুন (২৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন।রবিবার (১৫ অক্টবর) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের তার স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাবিনা খাতুন মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের আব্দুল মালেকের মেয়ে এবং নিয়ামতপুর উপজেলার ঘুলকুড়ি গ্রামের জিবন হোসেনের স্ত্রী।এদিকে মেয়ের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের মেয়ে সাবিনাকে। অভিযোগেরআঙ্গুল তুলেছেন স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে।
নিহত সাবিনার বাবা আব্দুল মালেক অভিযোগ বলেন, তিন বছর পূর্বে ঘুলকুড়ি গ্রামের হোসেনের ছেলে জীবনের সাথে আমার মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে মেয়ে ও জামাইয়ের পারিবারিক অশান্তি লেগেই ছিল। জামাইয়ের বাবা-মার উস্কানিতে আমার মেয়ে কখনোই শান্তি পায়নি।
তিনি আরও বলেন, আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রায় প্রায় আমার মেয়েকে শারীরিক ভাবে নির্যাতন করা হতো। আজ সকালে গলায় ফাঁস দিয়েছে বলে আমাকে জানানো হয়। তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আত্মহত্যায় প্রচারণা দেওয়ার অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.