|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কাপ্তাই থানার আলোচিত হত্যা মামলার আসামী সীতাকুণ্ড হতে আটক
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩
রাঙ্গামাটি’র কাপ্তাই থানার আলোচিত হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক আসামীকে পাঁচ বছর পর সীতাকুণ্ড হতে আটক করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
শনিবার (১৪ই অক্টোবর) সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
আটককৃত আসামী হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাঘাইকান্দি এলাকার মোঃ ইব্রাহীমের পুত্র মোঃ শওকত হোসেন (৩২)। উল্লেখ্য যে, মোঃ শওকত হোসেন এবং তার প্রতিবেশী মান্নান এর মধ্যে পারিবারিকভাবে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জের ধরে গত ২০১৮ সালের এপ্রিলে মোঃ শওকত হোসেন তার প্রতিবেশী মান্নান এর সাথে ঝঁগড়ার এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।
এসময় শওকত এবং তার সহযোগীরা মান্নানকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন মান্নানকে রক্তাক্ত গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানায় শওকত এবং তার সহযোগীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০২, তারিখ ২১ এপ্রিল ২০১৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা দায়ের হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শওকতের বিরুদ্ধে পুলিশ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম চলাকালে মোঃ শওকত হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এ ব্যাপারে র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরিফউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার আলোচিত হত্যা মামলার পরোয়ানা ভুক্ত প্রধান আসামীকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বর্ণিত হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত এজাহারনামীয় ১নং পলাতক আসামী বলে স্বীকার করে এবং মামলা দায়ের হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জেলায় আত্মগোপন করে অবস্থান করে আসছিল। তিনি আরো জানান, সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বলে তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.