|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় গৃহবধু আইরিনের উপর হামলার অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৩
কচুয়া পৌর সভার করইশ গ্রামের বকাউল বাড়ির আলমগীর বকাউল এর স্ত্রী আইরিন সুলতানা (৩৫) এর উপর হামালর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীর অভিযোগে জানা গেছে- শনিবার সকাল ৮ টার দিকে বাড়ির সীমনার খুটি নিয়ে বাক বিতন্ডার এক পর্যায় আইরিনের উপর হামলা করে তার বাসুর মিজানুর রহমান (৫২), তার স্তী সামছুন্নাহার (৪২), দেবর আনোয়ার হোসেন (৩২) তার স্ত্রী সাবিনা আক্তার (৪৫)। আইরিন সুলতানা হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে কচুয়া সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এভাবে আইরিন ও তার স্বামীর উপর কয়েক দফা হামলা করেছে বলে তারা জানান। খোজ নিয়ে জানা গেছে পারিবারিক সম্পত্তিগত দীর্ঘদিন ধরে উভয়ের পক্ষে হামলা পাল্টা হামলা, ¯’ স্থানীয় ভাবে দেন দরবার এবং কচুয়া থানায় অভিযোগের ভিত্তিতে ৮/১০ বার বৈঠক বসলেও ¯’স্থানীয় সমাধানে পৌছতে পারেনি। এ বিষয়ে হামলার শিকার আইরিনের স্বামী আলমগীর বকাউল বলেন তার ভাইয়েরা বিদেশ থাকতে সংসার পরিচালনা করতে গিয়ে সংসারের মোট খরচের অর্ধেকও দিতে পারেনি। আমার ব্যবসা থেকে এ ক্ষতি পুরন পরিশোধ করতে হয়েছে। আমি চার ভাইয়ের জন্য ৪টি ইউনিট ভবন নির্মান করি। এ নির্মান খরচের ৩ ভাগের এক ভাগও খরচ মিজান,আনোয়ার, জাহাঙ্গীর পরিশোধ করতে পারেনি। এ ছাড়া বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা পাওনা হলেও, তারা কর্ণপাত কওে না। সেটিও আমার ব্যবসা থেকে ধীরে ধীরে পরিশোধ করতে হ”চ্ছে আমার। এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আদালতে মামলা দায়েরের কথাও আলমীর বকাউল জানান।
ছবিঃ হামলায় আহত আলমীর বকাউলের স্ত্রী আইরিন সুলতানা (৩৫)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.