|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
১১ বছরে পদার্পণ করল সাভারের মাস্টার নেট
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩
ঢাকার সাভারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিবন্ধনকৃত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) মাস্টারনেটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাতে ১১ বছরে পদার্পণ উপলক্ষে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকার প্রধান কার্যালয়ে জমকালো আয়োজনে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার নেট এর স্বত্বাধিকারী মো: আসাদুজ্জামান খান রুবেল। তিনি বলেন, সাভার পৌরসভার ভাটপাড়া এলাকাসহ আশপাশের বিভিন্ন মহল্লায় ১০ বছর যাবত সুনামের সাথে ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছি। গ্রাহকরা মাস্টার নেট থেকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন সেবা পেয়ে থাকেন। আমাদের প্রতিষ্ঠানে প্রায় ১০ জন স্টাফ শিফট অনুযায়ী দায়িত্ব পালন করে সেবা দিয়ে থাকেন। অতীতের চেয়ে আগামীতে আমরা আরো ভালো সার্ভিস দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো।
মাস্টার নেট এর উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি রাঢ়ীবাড়ি বাইতুস সালাহ্ জামে মসজিদের খতিব মুফতি তারিকুল ইসলাম সিদ্দিক।
১১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে লটারির মাধ্যমে বিভিন্ন ক্যাটাকরিতে ৬ জন গ্রাহককে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার লাভ করেন মাস্টার নেট এর গ্রাহক সাব্বির হোসেন। তিনিসহ দুইজন ২ রাত ৩ দিন মাস্টার নেটের অর্থায়নে কক্সবাজার ঘুরে আসার সুযোগ পাচ্ছেন। এছাড়াও পুরস্কার জিতেছেন মাস্টার নেটের গ্রাহক সবুজ, তাফসীর, জাকির, রফিকুল ইসলাম, রতন প্রমুখ।
এসময় সাভারের শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, ইয়াং অপটিক্স বিডি লিমিটেডের এডমিন অফিসার রমজান হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী রাজ মোল্লা বাবু, সিজানুজ্জামান শাওন,নাদিম মাহমুদ, ইমতিয়াজ আহমেদ সুমন, মিলন শেখ,ফারুক হাওলাদার, মাহমুদুল হাসান, আব্দুল কাদেরসহ অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.