|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
সাভারে এইচপিভি টিকা দেওয়া ক্যাম্পেইন শুরু
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩
সাভারে জরায়ুমুখ ক্যান্সার রোধে শিক্ষার্থীদের মাঝে এইচপিভি টিকা দেওয়া ক্যাম্পেইন শুরু হয়েছে।
১৫ অক্টোবর, রবিবার দুপুরে সাভার সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এই টিকা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আজ সেখানে কয়েক’শ শিক্ষার্থীদের মাঝে এ টিকা দেওয়া হয়।
এসময় মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু নাসের তালুকদার, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানসহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.