|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
রাউজান প্রেস ক্লাবের ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে রাউজান জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন রাউজান মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম রেজভী। রাউজান প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, এম রমজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অথ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ ( স:)এর আগম ঘটেছিল মানবজাতির কল্যাণের জন্য। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত এবং পথচারী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.