|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে এক স্বর্নকারের সততা” ভিক্ষুকের মৃর্ত্যুর পর জমানো টাকা ফিরিয়ে দিলেন ” সন্তানদের”।।
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩
আজ ১৫ অক্টোবর দুপুরে পাঁচবিবির বাগজানা বাজারে সদ্য প্রয়াত আব্দুল গাফ্ফার ফকিরের জমানো এক লক্ষাধীক টাকা তার পাঁচ সম্তানের হাতে তুলে দিলেন সততার দৃস্টান্ত হিসেবে স্বর্নকার " বাবু গোবিন্দ বল্লভ। জানা যায় প্রায় ত্রিশ বছর আগে রংপুর মিঠা পুকুর থানার আব্দুল গাফ্ফার নামে প্রতিবন্ধী এক ফকির বাগজানা বাজারের অদুরে এসে বসবাস করা কালিন বিভিন্ন গ্রামে হুইল চেয়ারে করে ভিক্ষাবৃত্তি করে নিজে খেয়ে পরে বাজারের মা' জুয়েলার্সের সত্তাধিকারী বাবু গোবিন্দ বল্লভকে সন্তানের মত ভেবে তার কাছে উদ্বৃত্ত টাকা তিলতিল করে জমা রাখত! সবার সঙ্গে তার ভাল ভাব ছিল এবং সবাই তাকে ভাল বাসত, ইতঃবসরে গত ১৩ অক্টোবর অসুস্থ হয়ে পরলে উক্ত গাফ্ফার ফকিরকে জয়পুরহাট সদর হাসপাতালে স্বর্নকার গোবিন্দ নিজে নিয়ে গিয়ে ভর্তি করান এবং চিকিৎসা সহ দেকভাল করেন,ভোরবেলা তার মৃর্ত্যু ঘটে। পরবর্তিতে উক্ত গাফ্ফারের সন্তানদের খবর দিয়ে লাশ এম্বুলেন্স ভাড়া করে সতকারের জন্য মিঠাপুকুরে পাঠিয়ে দেন।আজ স্থানিয় দোকানদার ও প্রতিবেশিদের চাঁদা ভাঙ্গন করে ছোট পরিসরে দোয়া খায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উক্ত ফকিরের তিন ছেলে, দুই মেয়ে উপস্থিত ছিলেন, তাদের হাতে স্বর্নকার গোবিন্দ বল্লভ পাঁচবিবি পৌরসভার তিন বারের সফল প্যানেল মেয়র জননেতা নুর হোসেনের হাত দিয়ে প্রায় লক্ষাধীক টাকা তুলে দেয়া হয়। এ সময় সাংবাদিক,দোকানী,ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সকলেই স্বর্নকার গোবিন্দর ভূয়োসী প্রশংসা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.