|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অরাধ নিয়ন্ত্রণে বিট -৭৮ পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা” অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নারিকেল তলাস্থ বিট-৭৮ পুলিশিং কমিটির সভা গত কাল শনিবার ,বিকেলে কমিউনিটি লিডার মো: হাছি মিয়ার সভাপতিত্বে ও সদস্য মো: রায়হানের সঞ্চালনায়ে আল- আমিন মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিট-৭৮’র ইনর্চাজ(এস আই)মো: কামাল হোসেন, এএসআই মো:আব্দুর রউফ,এএসআই মো: আবুল হোসেন,কমিউনিটি লিডার এম,এ হাসান,মো:আলমগীর,মো:ছালেহ আহম্মদ, সহ বিভিন্ন বাড়ি-বিল্ডিং ও গলি এলাকার মুরব্বিগণ
উক্ত বিট-৭৮ পুলিশিং কমিটির সভার নেতৃবৃন্দরা বলেন,পুলিশের পাশাপাশি সামাজিক নিরাপত্তা,ইভটিজিং,জুয়া- মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কমিউনিটি লিডারদের আইনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।
এছাড়া কোন মারাত্মক অপরাধ প্রবণ ঘটনা ঘটলে ও অপরাধ সংঘঠিত হবার আশংকা দেখলে নিকটস্থ থানা পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা কলে তথ্য জানিয়ে সহায়তা করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
তাছাড়া বিশেষ কোন কারণে আইনী সহায়তা নিতে থানার ওসি / অফিসার ইনর্চাজের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.