|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৩
উৎসব মূখর পরিবেশে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা হইতে সন্ধ্যা পর্যন্ত দুটি ধাপে লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান,শামিম শেখ অফিসার ইনচার্জ লামা থানা,উপজেলা তথ্য অফিসার খন্দকার তৌহিদ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ,লামা উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রমূখ।
এ সময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে তিনি অভিষিক্ত নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে লামা রিপোর্টার্স ক্লাবের ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন,সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি পেশাদারিত্বের মান অক্ষুন্ন রাখতে হবে। ভালো সাংবাদিক হতে গেলে,জাতিসত্বার সাথে চেতনার মিল থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ন্যায়-নীতি এবং জবাবদিহিতা থাকতে হবে। সাংবাদিক হলো সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অনিয়ম - দুর্নীতির চিত্র তুলে ধরে রাষ্ট্রের উন্নতি সাধনে বিরাট ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠান শেষে লামা পৌর সভায় নির্মিত তংথমাং রেস্টুরেন্টে রাতের নৈশভোজে অংশ গ্রহন করেন আগত অতিথিগন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.