|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে আওয়ামীলীগ থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মেয়র মোস্তাকের বিশাল জনসভা।।
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৩
সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির পিতার সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, উন্নয়ন ও অগ্রযাত্রার মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল জনসভা আজ শনিবার বিকেলে পাঁচবিবি পৌরসভার গোহাটা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র মোঃ নূর হোসেন। পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্যে তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক নমিনেশন দেয় তাহলে আমি কথা দিচ্ছি জয়পু্রহাট দুই আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভাইকে নিয়ে আমি জয়পু্রহাট ও পাঁচবিবির প্রতিটি কোনা কোনায় উন্নয়নের ধারা পৌঁছে দেবো। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মহসিন আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মন্ডল মুন্না, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাহার আলী প্রামানিক, জেলা আওয়ামীলীগের সদস্য পুরানা পৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জয়পু্রহাট পৌর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন, জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা মেহমুদ আহমেদ তমাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজা ও প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ প্রমুখ। এ জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.