|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন ব্রিগ্রেডিয়ার শামস
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করলে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মনোনয়ন চাইবেন সাবেক দক্ষ সেনা কর্মকর্তা ও ঐহিত্যবাহী পরিবারের (উপজেলা সদর চারআনিপাড়া) সন্তান ড. ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) একেএম শামসুল ইসলাম শামস (পিএইচডি,পিএসসি,জি) ওরফে সূর্য্য। তিনি ছাত্র জীবন থেকেই খুবই মেধাবী ছাত্র হিসাবে ৫ম/৮ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে স্ট্রান্ড করে এলাকায় সারা ফেলে ছিলেন। এই ঐতিহ্যবাহী পরিবার থেকে একেএম রফিকুল ইসলাম ও এএফএম আজিজুল ইসলাম পিকুল সাবেক জনপ্রিয় পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক এককভাবে ড. ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) একেএম শামসুল ইসলাম শামস (পিএইচডি,পিএসসি,জি) বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। ব্রিগ্রেডিয়ার শামস মনোনয়ন চাইবেন বিষয়টি এলাকায় জানাজানি হলে বিএনপি নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। বিএনপি’র প্রবীন নেতা কর্মীরা ও নতুন প্রজন্মের নেতা কর্মীরা মনে করেন তিনি মনোনয়ন পাইলে উপজেলা সদর শক্তিশালী অবস্থান সহ সারা নান্দাইলে বিএনপি’র নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এতে করে বিএনপি’র বিজয় সুনিশ্চিত হবে বলে সকলেই মনে করেন। তিনি এককভাবে মনোনয়ন চাইবেন বলে পারিবারিক সিদ্ধান্তের বিষয়টি ব্রিগ্রেডিয়ার শামস সাংবাদিকদের নিশ্চিত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.