|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
লালমোহনে আ. লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩
আগামী দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের জয় সু-নিশ্চিত করার লক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) মাগরিব বাদ উপজেলার ২নং কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ শাহজান খলিফার সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোলা-৩ আসনে নূরুন্নবী চৌধুরী শাওনের জয় সু-নিশ্চিত করার লক্ষে এ মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম-(রিপন), কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান মৃর্ধা, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.