|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মানববন্ধনের ডাক দিয়েছে চাঁদপুর জেলা হিন্দু যুব মহাজোট
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দূর্গা প্রতিমা ভাংচুর ও হিন্দুদের উপর হামলার প্রতিবাদে এবং সারদীয়দূর্গা পূজা উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা ও প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পর্যাপ্ত নিরাপত্তা সহ ৪ দফা দাবিতে হিন্দু মহাজোটের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে সারাদেশেরন্যায় চাঁদপুরে আজ সকাল ১০ টায় হাজীগঞ্জ শ্রী রাজ লক্ষ্মীনারায়ন জিউর আখড়ার সম্মুখে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু যুব মহাজোটের নেতারা বলেন,দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, সাম্প্রদায়িক কুটুক্তি, নির্যাতন, দূর্গা পূজায় সরকারি ছুটি ৩ দিন করাসহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপিড়ন, নির্যাতনের প্রতিবাদে আজ এই মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় সকাল ১০ টায় হাজীগঞ্জ শহরের শ্রী রাজ লক্ষ্মীনারায়ন জিউর আখড়ার সম্মুখে এক মানব বন্ধনের
ডাকদেয় বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মী এবং সর্বসাধারণ দলে দলে দিয়ে এ মানববন্ধন
কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন শেষে মানববন্ধনে অংশ নিয়ে মানববন্ধন সফল করার জন্য চাঁদপুর জেলার হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.