|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশাল সম্প্রীতি সমাবেশ।।
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশাল সম্প্রীতি সমাবেশ-২০২৩ আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ বাগজানা ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে প্রথমে প্রদীপ শিখা জ্বালিয়ে এই সম্প্রতি সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মন্ডল মুন্না । সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সাধন চন্দ্র মহন্ত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাগজানা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর অধিকারীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ থেকে জয়পুহাট-১ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাটি ও মানুষের নেতা এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি )। তিনি বলেন,আমি সংখ্যালঘু বুঝিনা, আমি বুঝি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ এবং বাঙালি জাতি। জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আমাদেরকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গতবারে আমি নমিনেশন চেয়েছিলাম কিন্তু পাইনি। এবারও আমি নমিনেশন চাইবো। নেত্রী যাকে নমিনেশন দেবেন আমরা তার পক্ষেই নিঃস্বার্থভাবে নির্দ্বিধায় কাজ করে যাবো।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,জয়পু্রহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক এডভোকেট বাবু স্বপন কুমার তালুকদার (এপিপি), জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবু ঋষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাস,বাংলাদেশ আওয়ামীলীগ বাগজানা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউনুস আলী মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এ সমাবেশে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী, জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.