|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হিলিতে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৩
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসাবে পরিচিত দিনাজপুরের হিলিতে নানান কর্মসুচীর মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯’টায় পৌর শহরের গোডাউন মোড় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পৌর ও ইউনিয়ন শ্রমিকলীগের আয়োজনে শ্রমিকদের সংগঠনের জন্মদিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন। উপজেলা আ,লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি (কেন্দ্রীয় নেতা) মোঃ গোলাম মোর্শেদ, সম্পাদক হামিদুল হোসেন (ড্রাইভার) পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদ ও ডালিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় শ্রমিকরা একযোগে উচ্চ কন্ঠে ”বাংলার মেহনতী মানুষ এক হও-দুনিয়ার মজদুর এক হও” এমন শ্লোগান দেয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.