|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় শ্রেষ্ঠ সেবিকা স্টাফ নার্স রুবিনা মজুমদার
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৩
ফেনী ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স রুবিনা মজুমদার তাঁর কর্মদক্ষতা কাজের আগ্রহ উপস্থিতি সততা এবং আচার-আচরণের অনুকুল অবস্থা থাকায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাঁকে পুরস্কার প্রদান করা হয়। হাসপাতালে অনুষ্টিত এক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শোয়েব ইমতিয়াজ নিলয়। উপস্থাপনায় ছিলেন আর এম ও ডাঃ সাকীফ শাব্বির। আরও কনসাল্টেন্ট মেডিকেল অফিসার,নার্সিঁং কর্মকর্তা ও অনন্য জন উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রুবিনা মজুমদারের অনুভ’তি জানতে চাওয়া হলে তিনি বলেন আমার তেইশ বছর চাকুরী জীবনে যে সম্মাননা পেয়েছি তা আমার জন্য অনেক প্রাপ্তী এর বেশী আমার চাওয়া ছিলনা এতে আমি অনেক খুশী। আর এজন্য যারা বিচার বিবেচনা করেছেন তাঁদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ।চাকরির প্বাশাপ্বাশি মানবিক কাজ অনেক করেছন।গরিবের ঘর ,গরিবের মেয়ের বিয়ে ,অসহায়র চিকিৎসা খরচ, রমজানে ইফতার ইত্যাদি মানবিক কাজ করে যাছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.