|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৩
“অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি”এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে র্যালি,মহড়া শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন,আলমগীর হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান,প্রকৌশলী আব্দুল আলীম লিটন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার প্রমূখ।
ছবি: চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালির একাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.