|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় জন্ম মৃত্যু দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৩
সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ময়মনসিংহের নান্দাইলে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ।
উপজেলা প্রশাসনিক হল রুমে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মোঃরফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সহ ইউপি সচিব ও ইউপি উদ্যোগতাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.