|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
নওগাঁয় হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক শ্রী স্বরণ চন্দ্র মন্ডলের হাতে তুলে দিলেন ওসি মোজাফ্ফর
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৩
নওগাঁয় হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়র বাগধানা গ্রামের শ্রী স্মরণ চন্দ্র মন্ডলের হাতে তুলে দিলেন ওসি মোজাফ্ফর হোসেন। তিনি তার মেধা ও প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক'শ হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। তার দক্ষতার সুনাম গোটা জেলা জুড়ে বিরাজমান। ওসি মোজাফফর হোসেন নওগাঁর মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বরত রয়েছেন। ইতিমধ্যে তিনি এই থানায় যোগদানের পর থেকেই শতাধিক হারানো স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন। এছাড়া তিনি আইনশৃঙ্খলা সঠিকভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এবং ডিআইজি পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন চোর ডাকাতদের কাছে ওসি মোজাফফর হোসেন ভয়ংকর মানব। ওসি মোজাফফর হোসেনের নাম শুনলে চোর ডাকাতেরা আতংকে উঠে। এব্যাপারে ওসি মোজাফফর হোসেন জানান, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমালের রক্ষার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই নিজেকে সফল মনে করবো। তবে জনগণকেও সচেতন থাকতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.