|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ রোববার (৮ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৌর এলাকার উত্তার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।
এসময় উপজেলা মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাস আলী, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার ৫ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.