|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানা নির্মানাধীন যমুনা সেতুর অচিরেই উদ্বোধন।।
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৩
পাঁচবিবির অদুরে দুটি ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর উপর নির্মানাধীন দুই ইউনিয়ন বাসীর সপ্নের সেতুটির প্রায় ৯০% কাজ শেষের পথে! আগামী নভেম্বরে উদ্বোধনের কথা ভাবছে কর্তৃপক্ষ। স্থানিয় সরকার বিভাগের প্রকৌশলী জনাব আঃকায়ুম জানান সংযোগ রাস্তার কাজ শেষ হলেই উদ্বোধন করা যাবে।সেতুটির সাড়ে দশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।কাজ মোটামুটি সন্তষজনক,এলাকা বাসী অধীর আগ্রহে উদ্বোধনের অপেক্ষা করছে।এই সেতুদিয়ে দুই ইউনিয়নের মানুষ চলাচলের পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে সহজেই পাঠানো সম্ভব হবে।সেতুটি নির্মানে অতীতের অনেক এমপি মন্ত্রী কথা দিয়ে বরাদ্দ আনতে না পারলেও বর্তমান জনবান্ধব, পাঁচবিবির খনজন্মা পুরুষ,ঐতিহাসীক ব্যাক্তিত্ব, কর্মপাগল এমপি আলহাজ্ব সামছুল আলম দুদু নিরলস প্রচেষ্টা চালিয়ে এ সেতুর বরাদ্দ আনতে সক্ষম হন। তাই এলাকা বাসী এই জনপ্রীয় এমপির জন্য প্রতিনিয়ত দোয়া সহ প্রশংসায় বুক ভাসাচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.