|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা।
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় মাতাইশ মঞ্জিল স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত খেলাঘরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধন ১৫ লিঃ এর চেয়ারম্যান, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শফিকুল আলম চৌধুরী বিপ্লব।
বিশেষ অতিথি প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বন্ধনের মনিটরিং অফিসার আলহাজ্ব রায়হান আলম মন্ডল, খেলাঘর কমিটির সম্পাদক শফিউল আলম চৌধুরী রাব্বী, ছাত্রলীগের সাবেক নেতা জিলহাস চৌধুরী সুপন, মুক্ত খেলাঘর কমিটির সাবেক সম্পাদক সিদ্দিকুল আলম চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সম্পাদক আহসান হাবিব রিংকু প্রমুখ।
শেষে পৌর থিয়েটারের শিল্পীবৃন্দদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.