|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে উপকারভুগীদের নিয়ে মতবিনিময় সভা।।
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৩
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সারাদেশের গরীব দুঃখি ও অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেন। একারনে তিঁনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিতক্ত ভাতা ও প্রতিবন্দীদের মাঝে কার্ডের মাধ্যমে মাসিক ভাতার ব্যবস্থা চালু করেন। দেশের সার্বিক উন্নয়নে পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তা ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে এক মতবিনিময় সভায় জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার বিকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে উপকারভুগী ব্যাক্তিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সভায় এমপি দুদু সহ এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা আ,লীগের সংগ্রামী সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক মমতাজুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি সহ ইউনিয়নের সকল কার্ডধারী উপকারভুগী নারী-পুরুষ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.