|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
অসহায় মানুষের ঠিকানা এর সভাপতি কামরুদ্দোজা’র মায়ের জানাযা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৩
সীতাকুণ্ডে অসহায় মানুষের ঠিকানা এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা’র মায়ের জানাযার নামাজ আজ শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বাঁশবাড়িয়া কাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পাক্কাঘাট মসজিদের খতিব মাওলানা মোঃ মোসলেহ উদ্দিন, বাঁশবাড়িয়া আওয়ামীলীগ নেতা রাজু চৌধুরী, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দীন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ফারহান সিদ্দিক সহ এলাকার মোসল্লিবৃন্দ।
শুক্রবার রাত ৯.৪৫ মিনিটের সময় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা ‘র মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.