|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে ৫জন সাইকেল চোর আটক
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ৫ জন সাইকেল চোর সদস্য আটক করে গত ০৬ অক্টোবর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফিরোজ কবির
জানাযায়,ঠাকুরগাঁও জেলাধীন আল-মামুন নামক এক কৃষকের বাইসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত বাইসাইকেলের কারখানার সন্ধান সহ চুরির সাথে জড়িত ৫ যুবককে আটক করেছেন।
আটককৃতরা ৫ সদস্য হলেন,ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনী গ্রামের মৃত ইমান আলীর ছেলে রমজান আলী (৩৬), জগনাথপুর বাহাদুরপাড়া খরকুটার মোড় এলাকার ইসাহাকার জামাই মোঃ হারুন (৩৫), একই এলাকার মো.আলমের ছেলে সুমন ইসলাম (২২), ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে জীবন (২০), পৌর শহরের মুসলিম নগর মহল্লার আব্দুর এর ছেলে সাগর।
গত ০৫ই অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে একটি দল কৃষক আল মামুনের চুরি যাওয়া সাইকেলের সূত্র ধরে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের ডামুয়া পুকুরপাড় এবং জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামের সুমনের বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৮ হাজার টাকা।এই চক্রটি দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় বাইসাকেল চুরি করে নিজ বাড়িতে রেখে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি সহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হয়েছে। যাহার ঠাকুরগাঁও থানার মামলা নং-১৫, তবে রমজান আলী ও মো: হারুনকে ঘটনা স্থলেই আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে সুমন ইসলাম জীবন ও সাগরকে আটক করা হয়। মামলার এজাহার ভূক্ত আরেক আসামী স্বপন (৩৫) পলাতক রয়েছে। সে জগন্নাথপুর বাহাদুরপাড়া খড়কুটুর মোড় এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির বলেন,এই চক্রটি দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে বিক্রয় করে আসছিল।আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.