|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এম নাহিদ রহমান এর নামে থানায় অভিযোগ।
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৩
“বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি” এর সভাপতি হিসাবে নিয়োজিত আছেন তাহাদের
সোসাইটির ছাড়পত্র নং- ২০২৩৩৬৬০৭৭ । তাহাদের উক্ত সংগঠনটির মাধ্যমে বিভিন্ন ভূমিহীন লোকদের ফ্রি স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সাহায্য করে থাকেন। ইং- ০১/০৮/২০২৩ তারিখ ফেসবুকের মাধ্যমে বিবাদী ১। মোঃ নাহিদ রহমান (২৬), পিতা- আব্দুর রাজ্জাক , স্থায়ী ঠিকানা-গ্রাম মল্লিক পুর, ডাকঘর মহেশ্বপুর, থানা নওগাঁ সদর, জেলা নওগাঁ , বর্তমান- মোবাঃ ০১৪০১-৩৬২০৯৯ এর সহিত তাহার পরিচয় হয়।
পরিচয়কালে উক্ত বিবাদী তাহাকে জানায় যে, সে তাহার মুসলিম ওয়ার্ল্ড লীগ লন্ডন অফিস (বাংলাদেশ ব্রাঞ্চ) এর মাধ্যমে বিভিন্ন লোকদের অর্থনৈতিক ভাবে সাহায্য করে। একপর্যায়ে উক্ত
বিবাদী জানায় যে, সে তাহাদেত সংগঠনের মাধ্যমে ভূমিহীন লোকদের সহযোগীতা করবে এবং মসজিদ, মন্দির, শশ্মান তৈরী করার জন্য সাহায্য করিবে। বিনিময়ে তাহাকে প্রথমে কিছু টাকা দিতে হইবে। তাহার উক্ত বিবাদীর কথায় বিশ্বাস করিয়া তাহাদের সংগঠনের মাধ্যমে ভূমিহীন লোকদের সাহায্য করার জন্য ইং- ১০/০৮/২০২৩ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকায় চান্দরা বাসষ্ট্যান্ডে বিবাদীকে ২,৫০০/- টাকা প্রদান করেন। এরপর বিভিন্ন তারিখ ও সময়ে বিবাদীকে ১,৪০,০০০/- টাকা প্রদান করেন।
সর্বশেষ ইং- ১৬/০৯/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় বিবাদীকে ৭,৫০০/- টাকা প্রদান করেন। তাহার মোট ১৯ জনের নিকট হইতে উক্ত সর্বমোট ১,৫০,০০০/- টাকা বিবাদীকে দেওয়ার পর বিবাদীর সহিত
যোগাযোগ করিলে বিবাদী তাহার সহিত যোগাযোগ করিতে অস্বীকার করে। তাহার বিবাদীর মোবাইল ফোনে ফোন করিলে সে তাহার ফোন রিসিভ করে না। গত ইং- ০২/১০/২০২৩ তারিখ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকায় বিবাদীর মোবাইল ফোনে ফোন করিয়া তাহাদের দেওয়া উক্ত টাকা ফেরত চাইলে বিবাদী তাহাকে এই বলিয়া হুমকি দেয় যে, সে তাহাকে কোন টাকা ফেরত দিবে না । সে যদি এই বিষয়ে কোন বাড়াবাড়ি করেন তাহলে তাহাকে সহ তাহার সংগঠনের অন্যান্য লোকদের প্রানে মারিয়া
ফেলিবে। উল্লেখ্য উক্ত বিবাদীর নিকট তাহাদের সংগঠনের একটি প্যাড রহিয়াছে। যাহা দ্বারা উক্ত বিবাদী মিথ্যা কোন কিছু লিখিয়া তাহার দায়ভার তাহাদের উপর চাপাইতে পারে।
উক্ত বিবাদী প্রতারনামুলক ভাবে ভূমিহীন লোকজনদের সাহায্য করার কথা বলিয়া তাহাদের নিকট থেকে মোট ১,৫০,০০০/- টাকা গ্রহন
করিয়া আত্মসাত করিয়াছে। টাকা আদায়ের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া বিষয়টি স্থানীয় লোকজনদের জানাইয়া থানায় হাজির হইয়া অত্র অভিযোগ দায়েরে বিলম্ব হইয়াছে বলেন। অতএব, প্রার্থনা এই যে, উল্লেখিত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনে মর্জি হয় এমন আবেদন করিয়াছেন কালিয়াকৈর থানায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.