|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
পূবাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকা থেকে দুইশত পিস ইয়াবাসহ মোঃ জুয়েল মোল্লা (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। জুয়েল মোল্লা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার শিবপুর গ্রামের মোঃ আঃ গাফ্ফার মোল্ল্যার ছেলে, বর্তমানে তিনি মেঘডুবি (জোড়পুকুর পাড়) ইমান উদ্দিন খান এর বাড়ীর ভাড়াটিয়া।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ জোড়পুকুর পাড় ধৃত আসামীর বসত বাড়ীর সামনে খালি জায়গা থেকে আসামী মোঃ জুয়েল মোল্যা কে আটক করা হয়। এসময় তার কাজ থেকে দুই শত পিছ ইয়াবা জব্দ করা হয়।জুয়েল মোল্লার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.