|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
কুমিরা হাইওয়ে পুলিশের অভিযানে চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-২
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামের মীরসরাইয়ে চল্লিশ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। রবিবার (১অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফেনী-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ মটুয়া এলাকার সাদ্দাম (৩২) ও রিয়াজ (২৫)। এব্যাপারে কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, ফেনী-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে স্টারলাইন পরিবহনের একটি বাস এর যাত্রী মাদক বহন করছে এমন তথ্যের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ উক্ত বাসের যাত্রীদ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে চল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.