|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা রুহুল আমীনের জানাযা অনুষ্টিত
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৩
পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামের মরহুম মকবুল হোসেনের একমাত্র পুত্র ছোটমানিক ইউসুফিয়া দাখিল মাদ্রাসার মাওলানা শিক্ষক আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান (২০০৩-২০১১) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর মাওলানা রুহুল আমীনের জানাযা নামাজ রবিবার বাদ আছর বড়মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি ১ অক্টোবর রবিবার ভোর ৫টায় নিজ বাসভবনে কোরআন তেলাওয়াত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..........রাজেউন)। জানাযার পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর ডাঃ সুজাইল করিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সাবেক আহবায়ক মমতাজ মন্ডল, জেলা আঃ লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, উপজেলা আঃ লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও সম্পাদক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক ও মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ আবুল বাশার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, বড়মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠের ইমাম হাফেজ জোবায়ের, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন আবু চৌধুরী, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধরঞ্জী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, আড়ৎদার সমিতির উপজেলা সভাপতি আইনুল হক, কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান, বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, ঈদগাহ মাঠের সভাপতি নিয়ামুল বারী, জামায়াত নেতা মাওঃ আবু রায়হান (মোহাম্মাদপুর), মাওঃ আবুল বাসার (আয়মা), সহকারী অধ্যাপক আজিজুল হক ঠান্ডা মিয়া (আওলাই), মাওঃ আহম্মদ আলী (আয়মা), মাওঃ আহসান হাবিব (আয়মা), কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হাফিজার রহমান, মরহুমের আত্মীয় শহিদুল ইসলাম পাটোয়ারী। মরহুমের জানাযা নামাজের ইমামতী করেন জয়পুরহাট বায়তুল আমান জামে মসজিদের ইমাম মরহুমের বাল্য বন্ধু মাওঃ আবু জাফর। তিনি স্ত্রী ও ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বক্তাগণ বলেন, তিনি ছোটবেলা থেকেই ইসলামী ছাত্র শিবিরের উপজেলা দায়িত্বশীল ছিলেন। পরবর্তীতে উপজেলা জামায়াত আমীর হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে এই উপজেলাকে ইসলামী আন্দোলনের একটি উর্বর ভূমিতে পরিণত করেছেন। ইউপি চেয়ারম্যান হিসেবে তিনি আমানতদ্বারীতা ও নিষ্ঠাবান হিসেবে সকল ঝুকি মোকাবেলা করে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরিবারের পক্ষ থেকে আহবান জানা হয়েছে, তার সামাজিক, সাংগঠনিক ও জনপ্রতিনিধির দায়িত্ব পালন কালে যদি কোন ভুলভান্তি হয়ে থাকে তাহলে সবাই তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মহান আল্লাহ পাক যেন তার ভালো আমলগুলো কবুল করেন ও মাফ করে দেন। সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.