|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর কুজাইল বাজারসহ বিভিন্ন এলাকায় রামভক্ত হনুমানকে আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার!!
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৩
নওগাঁ জেলার রানীনগর উপজেলার কুজাইল বাজারসহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে প্রভু রামভক্ত হনুমান।গত দুই-তিন মাস থেকে নওগাঁ দলছুট একটি মুখপোড়া হনুমান। নতুন পরিবেশে এসে হনুমানটি যেমন উদ্বিগ্ন ছিল তেমনি হঠাৎ করে লোকালয়ে আসা বন্য প্রাণীটি দেখে স্থানীয়রাও কৌতূহলী। তবে প্রথমদিকে হনুমানটি মানুষের কাছ থেকে দূরে দূরেই থাকতো। গাছের ডাল, ঘরের চাল, ভবনের ছাদে ছিল তার বিচরণ। অনেকে আবার এটি তাড়িয়েও দিতেন। কিন্তু কিছুদিন ধরে হনুমানটির সঙ্গে স্থানীয়দের বেশ সখ্য গড়ে উঠেছে। কেউ কেউ আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হনুমানটি ঘোরাফেরা করছিল কুজাইল নমঃশূদ্র পাড়ায়। এক পর্যায়ে ক্ষুধার্ত প্রাণীটি ঢুকে পড়ে ওই গ্রামের নরেশ সরকারের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা লোকজন হনুমানটি আদর করে আটা গুলিয়ে খাওয়ান। এছাড়া ওই গ্রামের বিকাশ প্রামাণিকের বাড়িতে ঢুকে বারান্দায় বালতিতে রাখা পানি খেতে দেখা যায় প্রাণীটিকে। পরে বাড়িতে থাকা লোকজন হনুমানটির কাছে গিয়ে পানি খাওয়া।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.