|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাভার থানার পুলিশ পরিদর্শক বিশ্বাসের জন্মদিন আজ
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
নড়াইলের কৃতি সন্তান ঢাকা জেলার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স মো: আব্দুল্লা বিশ্বাসের ৫১ তম জন্মদিন ২৯ সেপ্টেম্বর।
১৯৭৩ সালের এই দিনে নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মৃত আকবর হোসেন ও ছবুরুন্নেছা দম্পত্তির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয় আব্দুল্লা বিশ্বাস।
ক্রীড়াঙ্গন, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মভীরু ও পুলিশি তদন্তে চৌকস কর্মকর্তা খ্যাত আব্দুল্লা বিশ্বাসের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেবাপ্রাপ্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।
পুলিশ পরিদর্শক আব্দুল্লা বিশ্বাস ১৯৯২ সালে খুলনার পুলিশ সেন্টারে বেসিক ট্রেনিং গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদানের পর খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মক্ষেত্র শুরু করেন। সেখান থেকে খুলনা জেলা পুলিশ সহ বরিশাল জেলা পুলিশ, ঝিনাইদহ জেলা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ২০ আগস্ট পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতির পর পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিট ও পুলিশের বিভিন্ন স্টেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা হয়ে ২০২২ সালের ২ আগস্ট মঙ্গলবার থেকে বর্তমানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য অনুযায়ী পুলিশ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।
আব্দুল্লা বিশ্বাস ছোট বেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিলেন। খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজের পাশাপাশি তিনি অসংখ্য মামলার সফল তদন্ত কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি এক হাজারেরও বেশি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত থেকে একাধিক পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালে ডিএমপির পল্টন থানায় কর্মরত থাকা অবস্থায় আলোচিত একটি ক্লুলেস ডাকাতি মামলার তদন্ত করে ২১ লাখ টাকা সহ জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে আলোচনায় আসেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মিয়া আসাদুজ্জামানের কাছ থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করেন। ফুটবল প্রেমী আব্দুল্লা বিশ্বাস প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজেকে অগণিত সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজে নিয়োজিত করেছেন এবং পুলিশ বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সহকর্মী ও পুলিশি সেবা প্রার্থীদের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ এবং পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে নন্দিত হয়েছেন।
ঢাকা জেলা পুলিশে যোগদানের পর দায়িত্বপ্রাপ্ত স্টেশনের অফিসার ইনচার্জ এর অধীনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা তদন্ত, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন এই পুলিশ কর্মকর্তা।
ব্যক্তিগত জীবনে তিনি মুসলিম শরীয়া মোতাবেক নড়াইলের রায়গ্রাম এলাকার বাসিন্দা পোস্ট মাস্টার মরহুম তজিবুর রহমানের বড় মেয়ে নার্গিস হেনার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই সন্তানের জনক। এর মধ্যে বড় পুত্র মামুন হোসাইন (২৫) ও ছোট কন্যা নুসরাত জাহান মিষ্টি (১৬)।
এছাড়াও তার এই শুভক্ষনে পুলিশি সেবা দিয়ে এগিয়ে থাকা আব্দুল্লা বিশ্বাস নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন। ফুটবল খেলোয়াড় হিসেবে খ্যাতি রয়েছে তার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.