|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মাদক ও মোবাইল আসক্তি থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি মনোনিবেশ দিতে হবে -আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটস্থ তুলাতলী একতা সংঘ আয়োজিত তুলাতলী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তুলাতলী এলাকাস্থ সাগর পাড়ে এই খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় খেলা শুরু হয়ে নব্বই মিনিট খেলা শেষ হয়। খেলায় বিজয়ী দল ইন্টার মিয়ামী ও রানার্সআপ এফ সি রোমা। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি পেতে পারি। মাদক ও মোবাইল আসক্তি থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি মনোনিবেশ দিতে হবে। সামাজিক সম্প্রতি বজায় রাখতেও ত্রুীড়ার বিকল্প নেই।
উক্ত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ মাসুদ হোসাইন ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ সহ এলাকার ত্রীড়া প্রেমিরা ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.