|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ কিন্ডারগাটেন এসোসিয়েন খুলনা অঞ্চল আয়োজনে কবিতা আবৃবিতে সর্বজিত সার্থকসেন প্রথম স্হান
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চল কতৃক আয়োজনেসাংস্কৃতিক প্রতিযোগিতা
অনুষ্ঠান আজ ৩০ সেপ্টেম্ব শনিবার অনুষ্ঠিত হয়েছেে।প্রতিযোগিতায় দাকোপের সেরা চিলড্রেন পার্ক স্কুলের শিক্ষার্থী সার্থক সেন কবিতা আবৃতিতে প্রথম স্হান ও অঁংকনে তৃতীয়স্হান অধিকার করেছে।সর্বজিত সার্থক সেন দাকোপের সেরা চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের পরিচালক সাগর সেন ও মাতা শম্পা রায় সেনের একমাত্র পুত্র।আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায়ের একমাত্র কণ্যা শম্পা রায় সেন এর পুত্র।তার এই সফলতা যাতে ধারাবাহিকতা বোঝায় থাকে তারজন্য সকলের প্রতি আশ্বিবাদ প্রার্থনা করেছে তার পরিবারের সকলে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.