|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইলে ১৫ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় ১৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৫৫০ টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। শুক্রবার ২৯ সেপ্টেম্বর পূবাইল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পূবাইল থানা এলাকায় রাত্রীকালিন মোবাইল - ০৬ ডিউটি পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করে মোঃ রিয়াদ খাঁন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।সে গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদ (দিলারটেক) এলাকার শহীদ খানের ছেলে।সে দীর্ঘদিন ধরে অত্যান্ত দাপটের সঙ্গে কৌশলে এ ব্যবসা করে আসছে। পূবাইল থানার চৌকস সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম আরও জানান, মাদক ব্যবসায়ী রিয়াদ খানের এর বসত বাড়ী তল্লাশী করা শেষে তাহার পিতা শয়ণ ঘরের খাটের নিচ হতে আসামী নিজে ১৫ (পনের) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে যার অবৈধ বাজার মূল্য প্রতিটি বোতল ১,৫০০ টাকা অর্থাৎ ১৫ বোতলের মোট ২২,৫০০টাকা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.