|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর আত্রাই রানীনগর মহাদেবপুর মান্দা নদীর পানি বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এলাকাবাসী মানবেতর জীবনযাপন করছে
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
দীর্ঘ দিন থেকে নদী সংস্কারের অভাবে নদীর ধারে উপছে পরছে পানির স্রোত এতে বিপাকে
নদী সংলগ্ন এলাকার মানুষ, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। দীর্ঘদিন থেকে নদীর সংলগ্ন বেরিবাদ গুলো সংস্কার না হওয়ায় মান্দার প্রায় সবগুলো ভেঙ্গে গিয়ে বেরি বাঁধের ভিতরে বসবাসকারী মানুষ, গবাদিপশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে।পানি বাড়ার সাথে সাথে বেড়িবাঁধ গুলো একের পর এক ভাঙতে থাকে ফলে নদীর পানি প্রবেশ করে ২ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। শতশত হেক্টর জমির ধান নষ্টহয়েছে,পুকুরের মাছ হারিয়ে নিঃশ্ব হয়েছে খুদ্র উদ্যোক্তারা।
এদিকে মহাদেবপুর বেঁড়ি বাধ,মান্দার দ্বারিয়াপুর, নূরুল্যাবাদ,মসলোটা পাড়া মন্ডলপাড়া,দেওয়ানপাড়া,সাজিপাড়া,ও কয়লাবাড়ি বেঁড়ি বাধ ভেঙ্গে শতশত বাড়িঘর পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে এলাকা বাসী।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান বানু, সহকারী কমিশনার ভূমি জাকির মুন্সি, প্রকল্প কর্মকর্তা রেজাউল ইসলাম সহ মান্দা উপজেলা চেয়ারম্যান মোল্লা মোঃ এমদাদুল হক ঘটনা স্হল পরিদর্শন শেষেপ্রত্যেক বাড়িতে ১০ কেজি করে চালু বরাদ দেন।প্রয়োজনে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.