|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
আমাদের স্বাধীন দেশ যুক্তরাষ্ট্রের কথায় চলে না, জনগণের কথায় চলে’
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশ স্বাধীন দেশ তাই এই দেশের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় চলে না এদেশের মানুষের কথায় চলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার বিকেলে সাভারের গলফ ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠন এর আয়োজনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসময় আরও বলেন,কোন দেশ আমাদের স্যাংসন দিলো আর না দিলো তাদের কথায় সরকার চলে না সরকার চলে এদেশের জনগনের কথায় তাই ভয় পাওয়ার কিছু নেই এদেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় রাখবে আর কাকে বিরোধী দলে রাখবে এদেশের মানুষ এখন উন্নয়ন বিশ্বাস করে জানিয়ে তিনি আরও বলেন,দেশে এখন ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যার যার বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাহলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে বলেও বলেন তিনি।
অনুষ্ঠানে সারা দেশের ৪৫০ জন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.