|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে “নবীর জন্মদিনে” এতিমদের সাথে -এমপি দুদুু
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩
কোরআন পাঠ, দোয়া মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে (১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত "অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন পাঠ, দোয়া মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে অবস্থিত ঐতিহ্যবাহি বুড়াবুড়ীর মাজার দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কলন্দপুর মাজার শরীফেও কোরআন পাঠ, দোয়া মিলাদ মাহফিল ও এতিম শিশু এবং মাজারে আগত মুসল্লিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। নবী সাহেবের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত যাবতিয় খরচ মাননীয় সংসদ সদস্য এমপি দুদুর নিজস্ব তহবিল থেকে খরচ করেন। এসময় দেখেযায়, এমপি দুদু নিজ হাতে প্রতিটি এতিম শিক্ষার্থীর প্লেটে ভাত মাংস ও ডাল তুলে দেন। এতিমখানার মেঝেতে কোরআনের এতিম শিশুদের সঙ্গে একসাথে বসে একই খাবার খান, মানবিক এমপি দুদু। অপরদিকে পাঁচবিবির নাকরগাছি বুড়াবুড়ীর মাজার কমিটির সহ-সভাপতি ও কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক তোয়াবুর রহমান ও শিক্ষক নূর নবী সহ এতিমখানার কোরআনের শিক্ষার্থীরা নবীজির জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও উন্নতখাবার বিতরণে উপস্থিত ছিলেন।
প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের দিকে আরব দেশের মক্কা শহরে তৎকালিন পথভ্রষ্ট মুসলিম জাতিকে আল্লাহ্র রাস্তায় ফিরে আনতে আল্লাহ্র হুকুমে তাঁর প্রিয় বান্দা বিশ্বনবী হযরত মোহাম্মদের (সাঃ) পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিল। দিনটি মুসলিম উম্মাহর নিকট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত বা ১২ রবিউল আউয়াল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.