|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
সহজেই জাতীয় পরিচয় হাতে পাচ্ছেন আমিরাত প্রবাসী বাংলাদেশীরা
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন প্রায় ৫ হাজার বাংলাদেশি প্রবাসী। দিন দিন এই সংখ্যা বাড়ছেই। ইতিমধ্যে স্মার্টকার্ড হাতে পেয়েছেন অনেকেই। নির্বাচন কমিশনের এমন উদ্যোগকে, সাধুবাদ জানাচ্ছেন প্রবাসীরা।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য বিদেশে বসেই স্মার্টকার্ড সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে প্রতিদিন বাড়ছে আবেদনের সংখ্যা। দ্রুত সময়ের মধ্যে দেশ থেকে প্রস্তুত হয়ে যাচ্ছে নতুন জাতীয় পরিচয় পত্র। ইতোমধ্যে দুবাইয়ে ও আবুধাবিতে কয়েকশো প্রবাসী স্মার্টকার্ড হাতে পেয়েছেন।
বাংলাদেশ মিশন কর্মকর্তারা জানান আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটে গত তিন মাসে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি। প্রতিদিন গড়ে আবেদন করছেন ৮০ থেকে ১০০ জন।
বর্তমানে আরব আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি রয়েছেন। যাদের একটি বড় অংশের নেই জাতীয় পরিচয়পত্র।
সংশ্লিষ্টরা বলছেন, আবেদনকারী ১১ দিনের মাথায় অনলাইনে ও এক মাসের মাথায় স্মার্টকার্ড হাতে পাচ্ছেন। দেশ থেকে কার্ড প্রস্তুত হয়ে গেলে, প্রবাসীদের ফোন করে বা ক্ষুদেবার্তায় এনআইডি গ্রহণের সময় জানিয়ে দেয়া হচ্ছে।
আমিরাতে এই প্রকল্প সফল হলে, এরপর পর্যায়ক্রমে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ায় এনআইডির কার্যক্রম চলবে, বলছে নির্বাচন কমিশন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.