|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটে অটো ড্রাইভারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই।।
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩
জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক আদিবাসী অটো ড্রাইভারকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী পাড়ার অর্জুন উড়াও এর পুত্র।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান,গত মঙ্গলবার বিকালে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হন বুদলা উড়াও । রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ বুধবার সকালে চকশ্যাম -ঘাসুড়িয়া সড়কের সবজিক্ষেতে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এটিযে বুদলা উড়আও এর লাশ তা পরিবারের মাধ্যমে শনাক্ত করে পুলিশ। ওসি আরও জানান,শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.