|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গংগাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৩
তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে নিজ নিজ দেশের সবধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে তথ্য কমিশনের উদ্যোগে আজ সকাল ১০.৩০ ঘটিকায় গংগাচড়া উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,মডেল থানার প্রতিনিধি সাব ইন্সপেক্টর বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ,সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দকুর রহমান সহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ । উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তিনি আরো বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.