|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩
চাঁদপুরের হাজীগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটকা পড়েছে এক নারী মাদক ব্যবসায়ী।
ওই মাদক ব্যবসায়ীর নাম নাসরিন বেগম (২৫)
এ ঘটনায় নাসরিন বেগমের স্বামী আবুল বাসার ওরফে আবু মিস্ত্রি (৩০) ও একই বাড়ির শওকত (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় হোসেন উদ্দিন বাড়িতে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন, নূর আলম ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ নিজ বাড়ি থেকে আবুল বাসার ওরুফে আবু মিস্ত্রি’র স্ত্রঈ নাসরিন বেগম আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, মাদক নিয়ন্ত্রণ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। যাকে আটক করা হয়েছে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে। বাকী দুই পলাতক আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.