|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে দুই মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩
সাভারের আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৫ সেপ্টেম্বর, সোমবার ভোর বেলা আশুলিয়ার মিয়া বাজার, জামগড়া ও আশুলিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
তিনি বলেন, আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো এরশাদুল উম্মাহ মাদরাসায় হস্তান্তর করা হয়। এসময় তিনি ভবিষ্যতে নিষিদ্ধ ঘোষিত মাছ বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো. কামরুল হাসান সরকার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.