|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে: বেনজীর
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন ¯^রাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। দুপুরে ঢাকার ধামরাইয়ের মহিশাষী এলাকার মোহাম্মদীয় গার্ডেন এ শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এর সভাপতি ও শিক্ষকদের সাতে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় আরও বলেন,বিএনপি জ্বালাও পোড়াও কর অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারা শুধু দেশে জ্বালাও পোড়াও করতে পারেন কিন্তু জনগনের উন্নয়নে কোন কাজ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ধামরাইর পৌর মেয়র গোলাম কবিরসহ প্রায় ১২ শতাধিক শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এর সভাপতিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.